-->
শিরোনাম

ভাসানচরের পথে আরো ২৪৩৭ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
ভাসানচরের পথে আরো ২৪৩৭ রোহিঙ্গা
উখিয়া কলেজ মাঠ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে আরো দুই হাজার ৪৩৭ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

বুধবার (৯ মার্চ) দুপুরে পুলিশি পাহারায় প্রথম পর্বে ২৭টি বাসে উখিয়া কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন এক হাজার ৪৩৭ রোহিঙ্গা। বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে আরো হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া ছেড়ে যায় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা নয়ন।

তিনি জানান, ১২ দফার প্রথম ধাপে দুই হাজার ৪৩৭ রোহিঙ্গা উখিয়া ছেড়েছে। পূর্বের নিয়মে তারা বুধবার রাতে চট্টগ্রাম নৌবাহিনীর জেটিঘাট এলাকায় অবস্থান করবেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে।

তিনি আরো জানান, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এগারো দফায় এক হাজার ৬৫৪ জন এবং ৩০ জানুয়ারি দশম দফায় এক হাজার ২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান। রোহিঙ্গাদের সঙ্গে অ্যাম্বুলেন্স, পুলিশ স্কট ও অন্য নিরাপত্তা বাহিনীর গাড়িও রয়েছে।

দুই বছর আগে অন্তত এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। ইতোমধ্যে ২৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

মন্তব্য

Beta version