-->
শিরোনাম

৫১৭ নদী-খালের খনন কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
৫১৭ নদী-খালের খনন কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খালের খনন কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এসব খনন কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের স্কুল মাঠে নদী খননের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের পানির স্তর প্রতিনিয়তই নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও উপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে।’

তিনি আরো বলেন, ‘নদী ও খাল খননের প্রতম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। দ্বিতীয় ফেজে দেশের আরো তিন হাজার ছোট খাল ও নদী খননের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীগুলো নাব্যতা ফিরে পাবে। পাশপাশি আর্সেনিক সমস্যা থেকে শুরু করে ৪১ সালের মধ্যেই বিশে^ বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে।’

জাহিদ ফারুক বলেন, ‘খননের পর কেউ যদি নদীর পাড় দখল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ প্রধানমন্ত্রী নিজেই এ কাজের তদারকি করছেন। প্রকল্প দুটি বাস্তবায়ন হলে একদিকে কৃষকরা যেমন সেচ সুবিধা পাবেন অন্যদিকে পরিবেশের ভারসম্য অনেকটাই ফিরে পাবে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্য

Beta version