কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফিকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবদুর রহীম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, ‘আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে লাশ দাফনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।’
গত বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগর প্রভাতির নিচে কাটা পড়ে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন স্কুলছাত্রী মারা যায়। তারা হলো- দূর্গাপুর গ্রামের তাসপিয়া, রীমা ও মীম। দূর্গাপুর গ্রামের ওই তিন শিক্ষার্থীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। কোনও সান্ত্বনাই যেন প্রবোধ দিতে পারছে না সন্তানহারা স্বজনদের।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যুতে বৃহস্পতিবার শোক পালনে বন্ধ রাখা হয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এমন ঘটনায় আমরা শিক্ষক শিক্ষার্থী সবাই ব্যথিত। এ কারণে স্কুল বন্ধ রেখে শোক পালন করেছি। পরে আমরা শিক্ষকরা মিলে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি।’
এদিকে দুর্ঘটনার পর থেকে স্থানীয়রা জায়গাটিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
বিজয়পুর গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব বলেন, এক দিক দিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক, আরেক দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইন। এরপর আছে বাজার। এমন জনবহুল জায়গায় ঝুঁকি নিয়ে লোকজন ও শিক্ষার্থীরা সড়ক ও রেললাইন পারাপার হয়। আমরা চাই এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হোক।
সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান আলহাজ গোলাম সারোয়ার বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। এখানে ফুটওভার ব্রিজ হওয়ার জন্য যা যা দরকার আমরা তাই করবো।’
মন্তব্য