রাজশাহীতে দেয়াল চাপা পড়ে রিয়াজুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত আটজন। গতকাল শনিবার বেলা ৩টার দিকে নগরের ছোটবনগ্রাম বিমানচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগড়ীর বালিয়া গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
শ্রমিক রাজিব জানান, তারা মোট ১৭ জন শ্রমিক বাড়ি নির্মাণে মাটির গভীরে আরসিসি পিলারে কার করছিলেন। এরমধ্যে ৯ জন একই জায়গায় কাজ করার সময় সময় সীমানা প্রাচীর ধসে পড়ে। সেখানে তিনিও ছিলেন। অন্যদের কী অবস্থা হয়েছে তা তিনি জানেন না।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন বলেন, এনতাজ আলী নামে এক ব্যক্তির জায়গায় গত দুইদিন বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। কাজ চলাবস্থায় হঠাৎ প্রাচীর ধসে পড়ে। সেখান থেকে নয় জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রিয়াজুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি আটজন হাসপাতালে চিকিসাধীন।
হাসপাতালের পুলিশ বক্সের কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আহত শ্রমিকদের ৩১ এবং ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য