-->
শিরোনাম

‘শিক্ষার্থীদের রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে’

নীলফামারী প্রতিনিধি
‘শিক্ষার্থীদের রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে’
 বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী

করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৩ মার্চ) সকালে লালমনিরহাট যাবার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেই ঘাটতিগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস হবে। শিক্ষার্থীদের মধ্যে এখন যারা এসএসসি-এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।’

দীপু মনি বলেন, ‘বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ি মাদসারা জাতীয়করণের বিষয়ে গবেষণা চালানো হচ্ছে। এছাড়াও স্বাধীনতা বিরোধী নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য

Beta version