-->
শিরোনাম

নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রোববার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলি এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই মাদক কারবারি পলাতক আছেন। এদের মধ্যে মীর মোহাম্মদ সোহেল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার তোলবাসিন গ্রামের এবং মোহাম্মদ রাসেল জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ মে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে সোহেল ও রাসেলের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রীবাহী বাসটি যশোর থেকে নড়াইলে আসছিল।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এএসআই ওয়ালিউর রহমান। ১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ওই দুইজনের বিরুদ্ধে এই আদেশ দেন। গ্রেপ্তারের পর তাদের এ সাজা কার্যকর হবে।

মন্তব্য

Beta version