-->

সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার: শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার: শিক্ষামন্ত্রী

এই দেশকে সোনার বাংলাদেশ করে গড়ে তুলতে সোনার মানুষ দরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

সোমবার (১৪ মার্চ) দিনাজপুরে পাঁচ দিনব্যাপী ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্রীড়াবিদদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যারা এখানে ক্রীড়াবিদরা রয়েছ তোমরাই সোনার মানুষ। আজকে তোমরাই শেখ মুজিব সেনা। আশা করি, তোমরা সুনাগরিক হয়ে দক্ষতা, মূল্যবোধ, নীতি-নৈতিকতা শিখে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই নৈতিকতা মূল্যবোধ শিখতে প্রয়োজন মানসিক বিকাশ। আর মানসিক বিকাশে প্রয়োজন ক্রীড়া চর্চা। তোমরা সবাই এর সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করবে।’

দীপু মনি বলেন, ‘তোমাদের অনেকেরই অনেক প্রতিভা রয়েছে। তোমরা প্রতিভা বিকশিত করে সুনাগরিক হয়ে উঠলে, তবেই তোমাদের হাতে গড়ে উঠবে সোনার বাংলাদেশ।’

দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকারসহ অনেকে।

মন্তব্য

Beta version