-->
শিরোনাম

এক বাঘাইড়ের দাম ৪৫ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
এক বাঘাইড়ের দাম ৪৫ হাজার টাকা
বাঘাইড় মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের অদূরে বাহিরচর এলাকায় জাল ফেলেন জেলে সাঈদ হালদার। সে সময় তার জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় স্থানীয় মৎস আড়তে আনা হয়। নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা ১৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৫০০ টাকায় বাঘাইড়টি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, ‘বিশাল আকৃতির মাছটি দেখার জন্য উৎসুক জনতা ফেরি ঘাটে এসে ভিড় করছে। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। সামান্য কিছু লাভ পেলে মাছটি বিক্রি করে দেব।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফ জানান, বাঘাইড়, রুই, কাতলার মতো বড় বড় মাছের জন্য অভয়াশ্রম খুবই প্রয়োজন। পদ্মায় এতো বড় বাঘাইড় মাছ বর্তমানে খুব কমই পাওয়া যাচ্ছে। এসব মাছ খেতে খুবই সুস্বাদু।

মন্তব্য

Beta version