-->
শিরোনাম

ব্যয় বাড়ছে বোরো চাষে

রিপন দাস, বগুড়া
ব্যয় বাড়ছে বোরো চাষে

ডিজেল, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার বগুড়ায় অনেক কৃষকই বোরো আবাদ করতে গিয়ে হোঁচট খাচ্ছেন। গত বছর এক বিঘা জমি চাষ থেকে মাড়াই পর্যন্ত কৃষকের খরচ হয়েছিল গড়ে ১২ হাজার টাকা পর্যন্ত। আর এবার বোরো চাষ রোপণে বিঘাপ্রতি খরচ হবে ১৪ হাজার টাকার বেশি।

নাটোরের সিংড়া উপজেলার শৈলমারী গ্রামের কৃষক মো. আব্দুল মালেক বলেন, চার বিঘা আমন আবাদে ধান গোলায় তোলা পর্যন্ত খরচ হয়েছে ৪৫ হাজার টাকার বেশি।

তিনি আরো বলেন, এবার সেচে খরচ হচ্ছে চার হাজার টাকা, আর কাটা-মাড়াই তো আছেই। এ ছাড়াও প্রতি শ্রমিকের খরচ গত বছরের চেয়ে ২শ টাকা বেশি।

বগুড়ার শাজাহানপুরের পারতেখুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বলেন, বাজারে ধানের দাম বিভিন্ন জাতভেদে সাড়ে ১১শ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত। বর্তমান বাজারমূল্যে ধানের দাম ঠিক থাকলে কিছুটা হলেও কৃষক লাভের অঙ্ক গুনতে পারবে।

কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে বোরো আবাদে ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ। অর্থাৎ বিঘায় খরচ ১৪ হাজার ৫৭ টাকা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খসড়া হিসেবে বলা হয়েছে, গত বছর দেশে বোরো চাষে প্রতি বিঘায় গড়ে খরচ হয়েছে ১২ হাজার টাকা। এ বছর সারাদেশে ৩ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৫০০ বিঘায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তথ্যমতে, চাষিদের গত বছরের তুলনায় ব্যয় বাড়বে ৭ হাজার ২০৭ কোটি ৫০ লাখ টাকা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. দুলাল হোসেন বলেন, ‘আবাদে খরচ কিছুটা বেড়েছে। তবে অনুকূল পরিবেশ থাকলে আমনের মতো বোরো ধানেও লাভের অংক গুনবেন চাষিরা। প্রতি বছর ধানের ফলন বাড়ছে আর বাজারে দাম বেশি হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হবে না।’

অন্যদিকে বগুড়ায় এ বছর বোরো আবাদে জমির পরিমাণ কমেছে। গত বছর ১৪ লাখ ১৩ হাজার ৮২৫ বিঘা জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও এ বছর কমেছে ৮ হাজার ২১২ বিঘা জমি।

কৃষি অধিদপ্তর জানিয়েছে, ভুট্টার পাশাপাশি অন্য ফসলে বেশি লাভ হওয়ায় ধান চাষের জমি কমেছে। তবে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে ফলন বেশি হওয়ায় গড়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক আছে।

বগুড়ায় এবার ১৪ লাখ পাঁচ হাজার ৬১২ বিঘা জমিতে বোরো আবাদে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই কোটি এক লাখ ৭৬ হাজার ৫০০ মণ ধান। গত বছরের চেয়ে এবার কম উৎপাদন হবে ৮৮ হাজার ২৫০ মণ ধান।

মন্তব্য

Beta version