-->
শিরোনাম

পাটুরিয়ায় ছোট গাড়ির চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি
পাটুরিয়ায় ছোট গাড়ির চাপ

টানা তিনদিনের সরকারি ছুটির থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও ছোট গাড়ির চাপ রয়েছে। কয়েকদিন ধরে যমুনা নদীর পানি ক্রমাগত কমতে থাকায় অন্য সময়ের চেয়ে যানবাহনগুলো পাড় হতে বেশি সময় লাগছে।

ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় তিনশ’ পণ্যবাহী ট্রাক ঘাট পাড়ের অপেক্ষায় আছে। এছাড়াও শতাধিক ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস পাড়ের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ‘সকাল থেকে ফেরি বহরের ২০ ফেরির মধ্যে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। টানা তিনদিন সরকারি বন্ধের কারণে ছোট গাড়ির চাপ রয়েছে। কিন্তু সেসব গাড়িকে পাড় হতে খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘পানির স্তর কমে যাওয়ায় ঘাটে গাড়ি লোড-আনলোড হতে আগের চেয়ে ২০/৩০ মিনিট বেশি সময় লাগছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের পাশাপাশি পণ্যবাহী ট্রাকও পাড় করা হচ্ছে।’

মন্তব্য

Beta version