-->
শিরোনাম

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

ময়মনসিংহ ব্যুরো
ছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া

ময়মনসিংহের ফুলপুরে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পৌর এলাকার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে বুধবার দুপুর ২টার দিকে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি।

কারাদণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া (২৪) পৌরসভার কাজিয়াকান্দা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ভুক্তভোগীর বরাতে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে করোনাভাইরাস টিকার নিতে মাদ্রাসা থেকে পায়ে হেঁটে পৌরসভার উদ্দেশ্যে যাচ্ছিল ওই ছাত্রী। তিনি দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে পৌঁছালে ইউসুফ মিয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরে।

এ অবস্থায় ওই ছাত্রী চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দেয় তারা। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউসুফকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ‘ওই মেয়েকে একা পেয়েই জাপটে ধরেছিল ইউসুফ। স্থানীয়রা তাকে বখাটে ছেলে হিসেবেই জানে। মেয়ের সঙ্গে কথা বলে প্রমাণ পাওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’

মন্তব্য

Beta version