-->

ভেজাল সার বিক্রির দায়ে জরিমানা

যশোর ব্যুরো
ভেজাল সার বিক্রির দায়ে জরিমানা

যশোরের বাঘারপাড়া উপজেলায় ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার চাড়াভিটা বাজারের মেসার্স লুৎফর রহমান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চাড়াভিটা বাজারে মেসার্স লুৎফর রহমান ট্রেডার্সের মালিক বাবুল হোসেন দীর্ঘদিন পপুলার এগ্রো কোম্পানির বাজারজাতকৃত রোরাল এগ্রোসেন্ট রাজ হেক্টা জিংক নামে সার বিক্রি করছিলেন। সারের গুণগতমানে সন্দেহ হওয়ায় উপজেলা কৃষি বিভাগ ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। একই সঙ্গে সেখানকার রিপোর্ট না আসা পর্যন্ত বিক্রি কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় দোকান মালিককে। কিন্তু এই আদেশ অমান্য করে ফের সার বিক্রি করা শুরু করেন দোকান মালিক বাবুল হোসেন। বুধবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ১০০ কেজি রাজ হেক্টা জিংক নামের সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী বলেন, ‘ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় চাড়াভিটা বাজারের লুৎফর রহমান ট্রেডার্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে মঙ্গলবার বিকেলে যশোর শহরতলীর জামরুলতলা বাজারের রাজু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১২ হাজার লিটার পাম ওয়েল তেল মজুতের দায়ে ব্যবসায়ী জয়দেব মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ব্যবসায়ী জয়দেব মন্ডল খুলনার ডুমুরিয়ার চুকনগরের ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালতে পেশকার শেখ জালাল উদ্দীন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহরতলীর শেখহাটি জামরুলতলা বাজারের রাজু এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬০ ব্যারেলে ১২ হাজার লিটার পাম অয়েল মজুত পাওয়া যায়। চুকনগরের ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে পাম ওয়েল কিনে এখানে রেখে দেন।

অভিযানকালে জাতীয় গোয়েন্দা সংস্থা যশোরের সহকারী পরিচালকসহ কর্মকর্তারা, জেলা বাজার পরিদর্শক কুতুবউদ্দিন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version