-->
শিরোনাম

সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সুতার কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনায় শান ফেব্রিক্স নামের একটি সুতা তৈরির কারখানার গুদামে ভয়াবহ আগুন লেগে বিপুল পরিমাণ সুতা, তুলা ও যন্ত্রাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান ফেব্রিক্স নিটিং নামে সুতা তৈরির কারখানাটি গুদামে সুতা ও তুলা মজুত ছিল। এখানে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এগুলো দাহ্যদ্রব্য হওয়ায় আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার উপপরির্দশক মোহাম্মদ মিজান জানান, শান ফেব্রিক্স নামের ওই কারখানাটির ভেতরের এক অংশে তুলা থেকে সুতা বানানো হয়। সেখানে কাজ চলছিল। কারখানার ভেতরে অনেক মেশিন ছিল। সেগুলোতে কাজ চলছিল। এছাড়াও গুদামে তুলা, সুতা ও কাপড়ও রাখা ছিল। সন্ধ্যায় হঠাৎ শ্রমিকরা গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশও ছুটে এসে জননিরাপত্তার ব্যবস্থা করেছে।

মন্তব্য

Beta version