-->
শিরোনাম

১৩ বছরে গণমাধ্যমের বিকাশ হয়েছে: তথ্যমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৩ বছরে গণমাধ্যমের বিকাশ হয়েছে: তথ্যমন্ত্রী

গত ১৩ বছরে গণমাধ্যমের বিকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে অনেক উন্নয়নশীলতো বটেই, উন্নত দেশেও এই স্বাধীনতা নেই।’

রোববার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মনবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে, আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে, জনগণ ততই আমাদের পক্ষে আসছে। মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে সাত ধাপ এগিয়ে গেছে। ভারত ও পাকিস্তান বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ অনেকে।

মন্তব্য

Beta version