-->
শিরোনাম
প্রত্যেক পরিবার পাবে ২৫ হাজার টাকা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: চালকসহ আটক ৯, তদন্ত কমিটি গঠন

বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: চালকসহ আটক ৯, তদন্ত কমিটি গঠন
নিখোঁজ খুজতে এসে স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে দেয়ার ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জের হোসেনবাগ থেকে রোববার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটকের পর তাদের রূপসী-৯ জাহাজে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর জাহাজটিসহ তাদের নারায়ণগঞ্জে আনা হবে।’

এর আগে মুন্সীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে রূপসী-৯ জাহাজটি আটকের কথা জানায় পুলিশ।

আরো পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ মরদেহ উদ্ধার, জাহাজ জব্দ

ওসি মনিরুজ্জামান বলেন, ‘এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি ঠেলে ডুবিয়ে দেয়ার পর জাহাজটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক ও সুকানিরা। তবে অবস্থা বেগতিক দেখে মুন্সীগঞ্জে মেঘনা নদীর একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে তারা পালিয়ে যায়।’

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সময় দেয়া হয়েছে জেলা প্রশাসন গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটিকে।

আরো পড়ুন: বেঁচে ফিরলেন মুন্সিগঞ্জের আব্দুর রব, নিখোঁজ ছেলের বউ ও নাতি

মরদেহ দাফনের জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

আরো পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি

মন্তব্য

Beta version