-->
শিরোনাম

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আধা কিলোমিটার দূরে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আধা কিলোমিটার দূরে মিলল যুবকের মরদেহ
লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরিরা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চের ডুবে যাওয়ার ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাাস্থল থেকে আধা কিলোমিটার দূরে ওই যুকবকের মরদেহ ভেসে উঠে। পরে তা উদ্ধার করে আনা হয়। পরিচয় নিশ্চিত করে মরদেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।’

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। নিহতদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও তিনজন পুরুষ। তাদের মধ্যে ছয়জনকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রোববার দুপুরে কার্গো জাহাজের ধাক্কায় ‘এমএল আফসার উদ্দিন’ নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। দীর্ঘ ১৫ ঘণ্টা পর সোমবার ভোর সোয়া ৫টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করে পাড়ে আনে।

 

মন্তব্য

Beta version