শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ আট জনকে আসামি করে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক বাবু লাল বদ্য সোমবার (২১ মার্চ) বিকেলে এ মামলা করেন। ভোরের আকাশকে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার দুপুরে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া এলএম আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটিকে ডুবিয়ে দেয় এমভি রুপসী-৯ নামে কার্গো জাহাজ।
‘বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেওয়ার জাহাজের চালক, মাষ্টার, সুকানিসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে। আরেকটি মামলা হবে রাজধানীর মতিঝিলের নৌ আদালতে।’
‘মামলার আসামিদের কঠোর শাস্তি দিতে সুপারিশ করা হয়েছে’, বলেন বাবু লাল বদ্য।
এদিকে লঞ্চডুবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাজের মাষ্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার, রিয়াদ হোসেন।
বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে নর হত্যা, জখম, গুরুতর জখমসহ ক্ষয়ক্ষতির বিষয়টি মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের নৌ পুলিশের হেফাজতে আদালতে পাঠানো হবে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। নৌ-পুলিশ মামলার তদন্ত করছে।’
মন্তব্য