-->
শিরোনাম

পাহাড়ে সন্ত্রাসে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত: হানিফ

রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ে সন্ত্রাসে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত: হানিফ

পাহাড়ে সন্ত্রাসে বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এই দুটি দল দেশের উন্নয়ন চায় না। তাই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।'

সোমবার (২১ মার্চ) রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। হানিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারের সঙ্গে ধোঁকাবাজি করে টিকে থাকা যায় না। হয়ত সামায়িকভাবে প্রভাব বিস্তার করে ফায়দা লোটা যায়। অস্ত্র উদ্ধারে সরকারের পক্ষ থেকে যাতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয় এ বিষয়ে প্রধানন্ত্রীর কাছে জানাবো।’

পাহাড়ি সন্ত্রাসীদের কারণে এখানে সব উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে, এমন অভিযোগ তুলে হানিফ বলেন, ‘সারাদেশে যে উন্নয়নযজ্ঞ হচ্ছে, এই রাঙামাটি সেই উন্নয়নের একটি প্রাণকেন্দ্র হতে পারতো। রাঙামাটি হতে পারতো কক্সবাজারের পরই দ্বিতীয় বৃহত্তম পর্যটন শহর। আজ আমরা শুনতে পাই, এখানকার মানুষ দারিদ্র্যসীমায় সবচেয়ে বেশি। এটা হওয়ার কথা নয়।‘হানিফ বলেন, ‘সন্ত্রাস করে কখনো টিকে থাকা যায় না। পৃথিবীর অনেক দেশে অনেকেই সশস্ত্র অন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। রাঙামাটিতেও নিশ্চিহ্ন হয়ে যাবে এই সন্ত্রাসীরা।

শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। প্রধান বক্তা ছিলেন আবু সাঈদ আল মামুন এমপি। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য

Beta version