-->
শিরোনাম

লঞ্চ-কার্গো জাহাজ দুটিই চলছিল বেপরোয়া গতিতে: তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
লঞ্চ-কার্গো জাহাজ দুটিই চলছিল বেপরোয়া গতিতে: তদন্ত কমিটি

শীতলক্ষ্যা নদীতে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী।

সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনায় তদন্তে জেলা প্রশাসনের গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন কমিটির প্রধান শামীম বেপারী।

তিনি বলেন, ‘কী কারণে কেন এমন দুর্ঘটনা ঘটছে তা তদন্তে তুলে আনা হবে। বিস্তারিত প্রতিবেদন সাতদিনের মধ্যে দিলেও আজ একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।’

শামীম বেপারী আরো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, দুজনই বেপরোয়া গতির চালক ছিলেন। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারবো। আশা করি, এবার আমরা জোড়ালো পদক্ষেপ নিতে পারবো।’

মন্তব্য

Beta version