-->
শিরোনাম

মুক্তিযোদ্ধা ছহিউদ্দিনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

মেহেরপুর প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ছহিউদ্দিনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক সংখ্যা প্রকাশ, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে ছহিউদ্দিন ডিগ্রি কলেছে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মরহুমের বড় ছেলে সহীদ সাদেক হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা গবেষণাধর্মী এ স্মারক গ্রন্থটি প্রকাশ করেন।

মন্তব্য

Beta version