ফরিদপুরে দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার জহুরুল ইসলাম জনি (২৪), একই এলাকার পারভেজ মৃধা (২১) ও জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের মোহাম্মদ আলী (৪১)।
পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় জব্দকৃত বাসগুলি ইন্সুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্যেই এ আগুন দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তাররা। এ ব্যাপারে আরো ব্যাপক তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
গত ১২ মার্চ রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের পাশে রাখা আলোচিত দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন নামের ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগে সেখানে রাখা ২২টি বাসের মধ্যে ১২টি বাস আগুনে পুড়ে যায়।
মন্তব্য