-->
শিরোনাম

পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত

রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত
উদ্ধার হওয়া অস্ত্র

রাঙামাটির রাজস্থলীতে দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার পাইতং পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সবাই মগ পার্টির সদস্য বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, সোমবার রাতে টহল শেষ করে সকালে পাইতং পাড়া এলাকা নিজেদের আস্তানায় ফিরছিল মগ পার্টির সদস্যরা। ফেরার পথে পাহাড়ে লুকিয়ে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা মগ পার্টি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এক সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলে মগ পার্টির তিনজন নিহত হন।

তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। অন্যদিকে নিহতদের ব্যাপারে মগ পার্টির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পেলে জানানো হবে।’

মন্তব্য

Beta version