-->
শিরোনাম

হিলি বন্দর দিয়ে আসছে ভারতের চিটাগুড়

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলি বন্দর দিয়ে আসছে ভারতের চিটাগুড়
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে চিনিগুড়

দীর্ঘ এক বছর বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে। দেশে চাহিদা থাকায় ভারতের উত্তরপ্রদেশ থেকে ৫০টি চিটাগুড় বোঝাই ট্রেনের ওয়াগন বুধবার সকালে বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করে।

আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ দুই হাজার সাত টন; যা থেকে ২০ লাখ টাকা রাজস্ব পেয়েছে রেল কর্তৃপক্ষ।

জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক এসব চিটাগুড় আমদানি করেছে।

চিটাগুড় আমদানিকারক আনোয়ারুল হক বলেন, ‘সম্প্রতি লোকসানের কারণে দেশের বিভিন্ন স্থানের বেশ কিছু চিনিকল বন্ধ রয়েছে। এতে করে চিটাগুড়ের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে। বাজারে চিটাগুড়ের ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে ভারত থেকে রেলপথে চিটাগুড় আমদানি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমদানিকৃত এসব চিটাগুড় গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য তৈরির বিভিন্ন কারখানায় সরবরাহ করা হচেছ। তবে সড়কপথে পণ্য আমদানিতে বেশ ঝামেলা। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ভেতরে জায়গা নেই, গাড়ি সময় মতো বেরোতে পারে না। বিপরীতে রেলপথে আমদানিতে তেমন সমস্যা নেই। যার কারণে রেলপথ দিয়ে চিটাগুড় আমদানি করা হচ্ছে।’

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, ‘এক বছর বন্ধের পর আবারো হিলিতে রেলপথ দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে।’

মন্তব্য

Beta version