-->

হেলমেট না পড়ায় একদিনে ছয়শতাধিক মামলা

দিনাজপুর প্রতিনিধি
হেলমেট না পড়ায় একদিনে ছয়শতাধিক মামলা
এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিয়ে দিচ্ছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা

দিনাজপুরে মোটসাইকেল আরোহীদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতে বিশেষ অভিযান করেছে জেলা পুলিশ। বুধবারের এই অভিযানে হেলমেট সংক্রান্ত ছয়শতাধিক মামলা হয়েছে। এগুলো থেকে জরিমানা হিসেবে প্রায় ১৮ লাখ আদায় করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জেলায় মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বুধবার দিন ব্যাপী জেলার ১৩ থানায় ১৪ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলাগুলোর মধ্যে হেলমেট না থাকার কারণে কোতয়ালী থানায় মামলা হয় ৯৪টি। একইভাবে বিরল থানায় ৪৯, চিরিরবন্দর থানায় ৪৫, ফুলবাড়ী থানায় ৩১, খানসামা থানায় ৪১, কাহারোল থানায় ৫৩, বিরামপুর থানায় ৪৮,পার্বতীপুর থানায় ৪৮, বীরগঞ্জ থানায় ৪৬, বোচাগঞ্জ থানায় ৪৬, নবাবগঞ্জ থানায় ৩৩, ঘোড়াঘাট থানায় ৩১ ও হাকিমপুর থানায় ৪২টি মামলা হয়।

জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘হেলমেট না পরলে দুর্ঘটনায় মৃত্যু সম্ভাবনা বেশি থাকে। আর হেলমেট পড়লে প্রাণে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই জনগণের স্বার্থেই তাদের রক্ষা করতেই এ অভিযান চালানো হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা বলেন, ‘মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধান শতভাগ নিশ্চিত করতে জেলায় বুধবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যে কোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

মন্তব্য

Beta version