হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর রেল ক্রসিং এলাকা থেকে শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের বলাই চন্দ্র করের ছেলে বিজন কর (২৫) ও সুনমগঞ্জের ছাতক উপজেলার চেচান গ্রামের সমরু মিয়ার ছেলে কামাল হোসেন (৩০)। আটককৃত দুজন মাদক কারবারিকে বলে দাবি করছে র্যাব।
র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদে ওলিপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালায় র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। যানটির ভিতরে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে প্রাইভেটকার থেকে দুই মাদক কারবাররিকে আটক ও যানটি জব্দ করা হয়।
মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।’
মন্তব্য