-->

বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে প্রভাব পড়েনি বরিশালে

বরিশাল ব্যুরো
বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে প্রভাব পড়েনি বরিশালে
বরিশালে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে বরিশালে তেমন কোন প্রভাব পড়েনি। নগরীতে ছোট ছোট যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে নগরীর কাকলীর মোড় এলাকায় বাসদের নেতাকর্মীরা অবস্থান নেয়।

এ সময় তারা হরতালের পক্ষে শ্লোগান দেয় এবং নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। তারা হরতালের পক্ষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

এছাড়া জোটের অন্যান্য দলগুলো নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে হরতালের পক্ষে বিক্ষোভ করে।

এদিকে সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক থাকে। বরিশাল নৌ বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ছোট ছোট লঞ্চগুলো। এমনকি নগরীর অভ্যন্তরে সকল যানবাহন চলাচল করছে।

বাসদ ব‌রিশাল জেলা সদস‌্য স‌চিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষ সকাল ৬টা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতালের সমর্থন বিক্ষোভ মিছিল বের করলে পু‌লিশ তা ভণ্ডুল করার চেষ্টা করে।

মন্তব্য

Beta version