রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন উপসর্গ নিয়ে ও বাকি দুজন করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলকার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে তারা মারা যান।
মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী মারা গেছেন। এর মধ্যে নওগাঁ ও রাজশাহীর রোগী করোনা উপসর্গে ভুগছিলেন। তাদের নমুনা পরীক্ষা হয়নি।
বাকি দুজনের রিপোর্ট নেগেটিভ থাকলেও করোনা পরবর্তী শারীরিক নানা জটিলতায় তারা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এ ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন করে কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ১০ জন রোগী ভর্তি ছিলেন।
মন্তব্য