-->
শিরোনাম

ভাসানচরের উদ্দেশে ১০৯৬ রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ভাসানচরের উদ্দেশে ১০৯৬ রোহিঙ্গা
ভাসানচরের উদ্দেশে ১০৯৬ রোহিঙ্গা

১৩ দফার প্রথম পর্যায়ে ২১টি বাসে ১ হাজার ৯৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে উখিয়া ছেড়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উখিয়া কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে তাদের গাড়ি বহরটি চট্টগ্রামের পথে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

প্রতিবারের মতো এবারো বহরের সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোহিঙ্গারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দ্বিতীয় পর্যায়ে আরও সহস্রাধিক রোহিঙ্গা ভাসানচর যাবে বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এখানে বসবাস করছে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা।

ক্যাম্প অভ্যন্তরে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়। সে কারণে রোহিঙ্গারা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচর যেতে আগ্রহী হচ্ছে। ইতোপূর্বে প্রায় ২৩ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে যান।

মন্তব্য

Beta version