-->

দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে কোলের সন্তান নিয়ে রাস্তায় নারী

সিলেট ব্যুরো
দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে কোলের সন্তান নিয়ে রাস্তায় নারী
কোলের সন্তান নিয়ে মানববন্ধনে অংশ নেওয়া গৃহকর্মী মোছা. রিতা বেগম

পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিসহ দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে চলছে মানববন্ধন। সেই মানবন্ধনে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়স্কী নারী। তার কোলে ছোট্ট ফুটফুটে সেই সন্তান।

কোলের সন্তান নিয়ে কেন রাস্তায় এ প্রশ্ন করলে তিনি বলেন, নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। তাই প্রতিবাদ জানাতে মানববন্ধনে যোগ দিয়েছি।

সিলেট নগরীর বন্দরবাজারে বুধবার বিকেলে মানববন্ধন করেছে ১৪ দলীয় শরীক জোটের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, সাম্যবাদী দল ও ন্যাপ সিলেট। সেখানেই এমন চিত্র দেখা যায়।

কোলের সন্তান নিয়ে মানববন্ধনে অংশ নেওয়া নারী গৃহকর্মী মোছা. রিতা বেগম। নগরের উপশহর এলাকার বাসিন্দা তিনি। স্বামী আব্বাস উদ্দীন পেশায় দিনমজুর।

সাম্যবাদী দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেণ সিংহের সভাপতিত্বে ও জাসদের সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এম কিবরিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ আহমদ, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী, সাম্যবাদী দল সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফরোজ আলী, জাসদ সিলেট মহানগররের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগরের সদস্য সচিব শ্যামল কাপালী, ন্যাপের সিলেট জেলার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের হাহাকার বাড়ছে। দেশে দুর্নীতি ও লুটপাট হচ্ছে। সরকার এসব দেখেও না দেখার ভাব দেখাচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করতে হবে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল।

মন্তব্য

Beta version