-->
শিরোনাম

আমের কেজি ৫০০ টাকা

সোহান মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ 
আমের কেজি ৫০০ টাকা
শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম বিক্রি করা হচ্ছে

সাধারণত চৈত্র মাসে আম গাছে মুকুলসহ ছোট ছোট কুঁড়ি থাকে। তবে চাঁপাইনবাবগঞ্জে এখন পাকা টসটসে আম বিক্রি হচ্ছে। সুস্বাদু এই আমের কেজি ৪০০-৫০০ টাকা।

বুধবার (৩০ মার্চ) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে দুইদিনব্যাপী আম সম্মেলনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ওই আম সম্মেলনে ৭৫টি স্টল রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি স্টলে বারি-৪, বারি-১১ ও কাটিমনসহ হরেক জাতের আম পাওয়া যাচ্ছে। তবে দাম বেশি হওয়ায় আম কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা।

সম্মেলনে আম বিক্রেতা স্থানীয় নবীন বলেন, ‘আমি গত পাঁচ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। গত কয়েক বছর ধরে আমের মৌসুমে লোকসান গুনতে হয়। তাই ৩০ বিঘা জমিতে বারোমাসি আমের বাগান করেছি। সারা বছর ফলন ভালোই পাই।’

তিনি আরো বলেন, ‘গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করেছি। আর আজ এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার আম বিক্রি হয়েছে। আশা করছি আজ ৪০ হাজার টাকার আম বিক্রি করতে পারব।’

আরো এক আম বিক্রেতা এনামুল হক বলেন, ‘আজ সকাল থেকে পাঁচ কেজি আম বিক্রি করেছি। দাম একটু বেশি হওয়ায় ক্রেতা কম। তবে গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করেছি। আমার কাছে বারি-১১, গোল্ডেন ম্যাংগো ও কাটিমন আম রয়েছে।’

আম ক্রয় করতে আসা স্থানীয় নাজমুল বলেন, ‘আমি গতকাল আম সম্মেলনে এসেছিলাম। দাম বেশি থাকায় ২৫০ টাকা দিয়ে আধাকেজি আম কিনেছিলাম। এরপর বাড়ি গিয়ে খেয়ে দেখি এই আম অনেক সুস্বাদু। তাই আজ আরো এক কেজি আম কিনলাম। দাম ৫০০ টাকা রেখেছে।’

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, গত কয়েক বছর ধরে আম ব্যবসায়ীরা দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে। তাই বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে বারোমাসি আমের বাগান রয়েছে।

গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে দুইদিনব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এই আম সম্মেলন চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত।’

মন্তব্য

Beta version