-->
শিরোনাম

প্রাণে বাঁচতে ‘নদীতে ঝাঁপ দেওয়া’ বাবা-মেয়ের লাশ উদ্ধার

কান্ট্রি ডেস্ক
প্রাণে বাঁচতে ‘নদীতে ঝাঁপ দেওয়া’ বাবা-মেয়ের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

জামালপুরের ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টায় সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, ‘সকালে নদীতে দুজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

ওই সময় উদ্ধার করা হয় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৪৮) ও তার মেয়ে জান্নাতের (৪) মরদেহ।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আজাহার ও মোহাম্মদের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ১০টায় প্রতিপক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ‘প্রাণে বাঁচতে প্রতিবেশী আজিজ তার মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন’। দুদিন পর সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্র জানায়, প্রবাসী আজিজ দুমাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন। আগামী শুক্রবার (১ এপ্রিল) তার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। জান্নাত তার একমাত্র সন্তান।

মন্তব্য

Beta version