-->
শিরোনাম

কৃষক হত্যায় তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো
কৃষক হত্যায় তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষক আবুল কালামকে হত্যার দায়ে তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৬ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. হেলাল উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আলী হোসেন ওরফে শুকুর আলীর ছেলে আবুল হোসেন, রমজান আলী ও নুরুল ইসলাম এবং নান্দাইল উপজেলার আবুল কাশেমের ছেলে উজ্জল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক প্রসূন কান্তি দাস।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘২০১৫ সালের ৩ জুলাই কৃষক আবুল কালাম স্থানীয় খালবলা বাজার থেকে বাড়ি ফিরেছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাঁচামাটিয়া সেতু পর্যন্ত আসতেই জমি সংক্রান্ত বিরোধে তাকে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

পরিদর্শক প্রসূন কান্তি দাস বলেন, ‘ওই ঘটনার ছয়দিন পর ৯ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের ছেলে শরীফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।’

মন্তব্য

Beta version