-->
শিরোনাম

ধান দিয়ে ‘মা’

পলাশ প্রধান, গাজীপুর
ধান দিয়ে ‘মা’

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা গ্রামের কৃষক এনামুল হক। কৃষি কাজের পাশাপাশি পান-সুপারির ব্যবসা করেন তিনি। সবার মতো নিজের গর্ভধারিণী মাকে অনেক ভালোবাসেন এনামুল। মায়ের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলতে বেগুনি ধান ও ব্ল্যাক রাইসের বীজের সমন্বয়ে ধানি জমিতে ‘মা’ লিখেছেন তিনি।

এনামুলের ভিন্নধর্মী শ্রদ্ধা প্রদর্শন দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে নানান বয়সি মানুষের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে ওই ফসলি মাঠ। মায়ের প্রতি ভালোবাসার এমন বহিঃপ্রকাশ দেখানোর জন্য সবার কাছ থেকেই বাহবা পাচ্ছেন এনামুল। ওই এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে এনামুল।

এনামুল হক জানান, স্থানীয় আমিনুল ইসলামের কাছ থেকে এক বিঘা জমি বর্গা নেন তিনি। পরে ওই জমিতে ধানের চারা রোপণ করেন। এর মধ্যে মায়ের প্রতি আবেগ ও ভালোবাসা প্রকাশ করার জন্য আধা বিঘা জমিতে নিজ হাতে এঁকেছেন ‘মা’।

৪ মাস আগে ফসলের মাঠে মা আঁকার সিদ্ধান্ত নেন এনামুল। সেই লক্ষ্যে জানুয়ারি মাসের ৬ তারিখ বীজতলা লাগান। বেগুনি ধান ও ব্ল্যাক রাইস এ দুই জাতের বীজের সমন্বয়ে মা আঁকা হয়েছে।

এনামুল বলেন, ‘এটির রূপরেখা করতে ২-৩ দিন সময় লেগেছে। এর প্রায় একমাস পর থেকেই দৃশ্যমান হতে থাকে এটি। সবকিছু ঠিক থাকলে ঈদের পরপরই ধান কেটে গোলায় তুলবো।’

তিনি আরো বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে প্রথমে সহযোগিতা চেয়েছিলাম ফসলের মাঠে বাংলাদেশের মানচিত্র আঁকার জন্য। কিন্তু তখন করোনা মহামারির কারণে লকডাউন ছিল। এ জন্য তারা লোকবল দিতে না পারায় আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে মা এঁকেছি।’

স্থানীয় বাসিন্দা মো. লিটন সরকার বলেন, ‘অনেকেরই জমি আছে কিন্তু এমন সুন্দর চিন্তাধারার মানুষ কজন আছে। সত্যি প্রথমে আমরা ভাবতে পারিনি মা লেখাটি এমন সুন্দর হবে। সত্যি এটি প্রশংসা পাওয়ার যোগ্য।’

মন্তব্য

Beta version