ঢাকার সাভারে গাড়িচাপায় সুমাইয়া খানম ঊষা (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নদীয়া চারঘাট এলাকায়। তার বাবার নাম মো. ইশারত হোসেন।
পুলিশ জানায়, সুমাইয়া একটি মোটরসাইকেলে চড়ে সাভার থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাভার গলফ ক্লাবের সামনে স্পিড ব্রেকারে ঝাকুনি খেয়ে তিনি ছিটকে রাস্তায় পরে গেলে পেছন থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত সুমাইয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
মন্তব্য