ধর্ম অবমাননার মামলায় মুন্সীগঞ্জের বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পাওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্ত্রী ববিতা হাওলাদার।
কারাগারে যাওয়ার ১৯ দিন পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালতে জামিন পাওয়ার পর রোববার (১০ এপ্রিল) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা এ দাবি জানান।
তিনি বলেন, ‘আমি এখন অনেক খুশি। আমি আমার হাজবেন্ড নিয়ে বাড়িতে যেন নিরাপদে থাকতে পারি রাষ্ট্রপতির কাছে এটাই চাচ্ছি। আমার হাজবেন্ড যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এটাই চাওয়া।’
হৃদয়ের জামিনের পর তার আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে হৃদয় মণ্ডলের জামিন আবেদন গ্রহণ করেছেন। যে কুচক্রী মহল দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছিল, ধর্মকে ইস্যু করে হৃদয় মণ্ডলের মতো একজন বিজ্ঞানশিক্ষককে বিপদে ফেলতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি।’
হৃদয় মণ্ডল ক্লাসে ধর্মের কোনো অবমাননা করেননি দাবি করে তার আইনজীবী বলেন, ‘হৃদয় মণ্ডল তার কথোপকথনে বলেছেন, বিজ্ঞান হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে বিশ্বাস। কোর্টে বাদী আসাদও এ কথাই স্বীকার করেছেন।’
মন্তব্য