-->
শিরোনাম

‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বিএনপি’

মেহেরপুর প্রতিনিধি
‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বিএনপি’
বক্তব্য দিচ্ছেন বি.এম মোজাম্মেল হক

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক বলেছেন, ‘খুনি জিয়া গণতন্ত্রকে ছিনতাই করেছে। তার উত্তরসূরি বিএনপির নেতারা এখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সেই জন্য বিএনপি এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।’

রোববার (১০ এপ্রিল) বিকেলে মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বি.এম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একাধারে সেনা প্রধান, আবার রাষ্ট্র প্রধানও ছিলেন। হ্যাঁ-না ভোট করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছেন তিনি। গণতন্ত্রের কবর রচনা করেছেন। আজ বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দেশ মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করেছে।’

তিনি আরো বলেন, ‘একটি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার হত্যার বিচার করা যাবে না বলে আইন করা হয়েছিল। অথচ সকল বাধা অতিক্রম করে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই আবারও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’

বিকেল ৩টায় গাংনী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরখ্যাত মেহেরপুর। মেহেরপুর থেকেই উন্নয়নের শুরু হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের আরো কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক।

এদিকে সম্মেলনের শুরুতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় মহিবুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

মন্তব্য

Beta version