-->
শিরোনাম

কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিনসহ ১৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় কুমিল্লার আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আ. হ. ম. তাইফুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলে পাঠানো নেতাকর্মীরা হলেন- আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন ,কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবুসহ ১৭ জন।

মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন হাজিরা দিতে আসে। এদের মধ্যে ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় এবং একজনকে জামিন দেওয়া হয়।

বিএনপির নেতারা দায়ের করা মামলাকে মিথ্যা বলে দাবি করেন। তারা এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি চান।

মন্তব্য

Beta version