-->
শিরোনাম

রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাজশাহী ব্যুরো
রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের কর্মবিরতি
রাজশাহী স্টেশনের টিকিন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা

রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ট্রেন পরিচালনায় নিয়োজিত লোকো মাস্টার ও রানিং স্টাফদের সংগঠন।

বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে তারা একযোগে ট্রেন বন্ধ করে এ কর্মসূচি পালন করছেন।

এতে রাজশাহী থেকে ঢাকা-খুলনাসহ পশ্চিমাঞ্চলের সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীরা নিজ গন্তব্যে পৌঁছাতে পারেননি।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক জানিয়েছেন, এ অবস্থার কারণে তারাও বিব্রত অবস্থায় পড়েছেন। ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, মাইলেক কার্যকরী ও বেতন-ভাতা আগের নিয়মে পরিশোধ করা না হলে কাজে যোগ দিবেন না তারা।

ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকারদের দিনের কাজের সময় আট ঘণ্টা হলেও তারা গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। নির্ধারিত সময়ের তুলনায় বেশি কাজ করায় প্রতি মাসে বিশেষ আর্থিক সুবিধা হিসেবে প্রায় তিন মাসের সমপরিমাণ টাকা পেয়ে থাকেন তারা। যা রেলওয়ের ভাষায় মাইলেজ।

সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই, এই মর্মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করা হয়েছে।

 

মন্তব্য

Beta version