-->
শিরোনাম

ঝিনাইদহে মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মঙ্গল শোভাযাত্রায় বৈশাখ বরণ

করোনার ধকল কাটিয়ে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ঝিনাইদহে বরণ করে নেওয়া হল বাংলা নতুন বছরের প্রথম দিন। বৃহস্পতিবার সকালে শহরের ওয়াজের আলী স্কুল চত্ত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়।

বৈশাখের সাজে সেজে বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী বিভিন্ন মুখ, মুখোশ, পশু-পাখির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নানান শ্রেণিপেশার মানুষ। তারা শোভাযাত্রায় ফুটিয়ে তোলেন বাংলার নানান ঐতিহ্য। পরে পুরাতন কালেক্টরেট চত্ত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত লাঠি খেলা।

শোভাযাত্রায় অংশ নেয়া কাঞ্চননগর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তুর্ফা। সে বলে, দীর্ঘদিন পর বন্ধুরা মিলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলাম। ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশ নিয়ে।

সাংস্কৃতিক কর্মী সুচনা আক্তার বলেন, রমজানের সময় বৈশাখের অনুষ্ঠান হচ্ছে। তবুও অনেক উপভোগ করলাম। কারণ করোনার পরে এমন অনুষ্ঠান আর হয়নি। ভালো লাগছে খুবই।

জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ বাঙালির জীবনে নতুন বার্তা নিয়ে আসে। করোনার কারণে দীর্ঘদিন এমন ঐতিহ্যবাহী উৎসবগুলো বন্ধ ছিল। সেই প্রভাব কাটিয়ে বৈশাখের অনুষ্ঠানে অংশ নিয়ে সকলেই খুশি।

মন্তব্য

Beta version