মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লাভলু (৪৬), মো. সুজন মিয়া (৩১), নিলুফা ইয়াসমিন (৩৬), আকরাম খান দিপু (৩২), মো. সুমন মিয়া (৩৭), রাবিয়া বেগম (৪৩) ও জাহাঙ্গীর আলম (৩৫)। তারা সবাই মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার উপজেলার জয়মন্টপ ও বাস্তা এলাকায় পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জয়মন্টপ গ্রামের আহাদ ভেটেরিনারী ফার্মেসীর সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উপজেলার বাস্তা গ্রামের জাহাঙ্গীর আলমের টেলিকমের দোকানের সামনে থেকে ২৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ৩৫ গ্রাম হেরোইনের অনুমানিক বাজার মূল্য তিন লাখ ৫০ হাজার টাকা।
মন্তব্য