-->
শিরোনাম

জঙ্গি মুফতি শফিক কিশোরগঞ্জ কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
জঙ্গি মুফতি শফিক কিশোরগঞ্জ কারাগারে
জঙ্গি মুফতি শফিকুর রহমান

রমনার বটমূলে বোমা হামলার মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে ভৈরব থানায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) ভৈরব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‌্যাব। বিকাল সাড়ে পাঁচটায় শফিকুর রহমানকে কিশোরগঞ্জের দুই নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করে জেলা পুলিশ। বিচারক তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়ে দেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মুফতি শফিকুর রহমানকে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।

জানা গেছে, রমনার বটমূলে বোমা হামলার মামলায় জঙ্গি মুফতি শফিকুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাতেও তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মুফতি শফিকুর রহমানের বিরুদ্ধে ভৈরব থানায় পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী পশ্চিম পাড়া গ্রামে। তার বাবার নাম মরহুম মৌলভী শিশু মিয়া।

আরো পড়ুন: রমনা বটমূলে হামলা: ফাঁসির আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার

মন্তব্য

Beta version