-->
শিরোনাম

স্থায়ী রেশনিং-ভিজিএফ কার্ডের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
স্থায়ী রেশনিং-ভিজিএফ কার্ডের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের রৌমারীতে সকল গরিব মানুষের জন্য স্থায়ী রেশনিং ও ভিজিএফ কার্ড চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রৌমারী উপজেলা কমিটি।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সমাবেশ করে সংগঠনটি। এরপর চরশৌলমারী ইউপি চেয়ারম্যানের কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়।

এ সময় কৃষক নেতা রহম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- রৌমারী উপজেলা বাসদ (মার্কসবাদী) নেতা ফখরুদ্দিন কবির আতিক, মহিউদ্দিন মহির, কৃষক নেতা আবুল হোসেন ও জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, সকল গরিব মানুষের জন্য স্থায়ীভাবে রেশনিং ব্যবস্থা ও ভিজিএফ কার্ড চালু করতে হবে। প্রতিমাসে কার্ডপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করতে হবে। বয়স্ক, বিধবা, পঙ্গুসহ বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধ করার দাবি জানান তারা।

মন্তব্য

Beta version