-->
শিরোনাম

এক চিতলের দাম ১৮ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
এক চিতলের দাম ১৮ হাজার টাকা
১২ কেজি ওজনের চিতল মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলে সাইদুল হালদারের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

গত শুক্রবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা যায়, মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিলামে তোলা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১৬ হাজার ৮শ’ টাকায় ১২ কেজি ওজরের মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, সাইদুল হালদারের কাছ থেকে এক হাজার ৪শ’ টাকা কেজি দরে মাছটি কিনে নিই। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১শ’ টাকা লাভে অথাৎ এক হাজার ৫শ’ টাকা কেজি দরে বিক্রি করে দিই।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফ বলেন, ‘পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতল, বাঘাআইড়, চিতল, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ ধরা পরে। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু।’

মন্তব্য

Beta version