সুনামগঞ্জের একমাত্র সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে ৩১টি বানান ভুল দেখা গেছে।
গত রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুদ্ধ বানান চর্চা (শুবাচ) নামে একটি গ্রুপে ওই নোটিশটি পোস্ট করা হয়। কমেন্টে অধ্যক্ষের দৃষ্টি এড়িয়ে কীভাবে এতো বানান ভুলসহ বিজ্ঞপ্তিটি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘এতদ্বারা ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ১৯/০৪/২০২২ খ্রিঃ তারিখ হতে ২১/০৪/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত চলবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু সকল শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে প্রাপ্ত ফরম পূরণ করে রঙিন প্রিন্ট করে এবং পূরণকৃত ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী কলেজের পরিসংখ্যান বিভাগে সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ ঘটিকার মধ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
নোটিশে আরও ছিল, যাদের ব্যবহারিক (ভূগোল/মনোবিজ্ঞান) বিষয় রয়েছে তাদেরকে ব্যবহারিক ফি বাবদ প্রতি বিষয়ে অতিরিক্ত ২৫০/= (দুইশত পঞ্চাশ) টাকা জমা দিতে হবে।’
এরমধ্যে ‘ডিগ্রী’ শব্দটি একাধিকবার উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে জেলার আইনজীবী চৌধুরী আহমেদ মুজতবা রাজি বলেন, ‘কলেজের নোটিশে ৩১টি বানান ভুলের বিষয়টি লজ্জার। এর দায় কম্পিউটার অপারেটর ও কলেজ অধ্যক্ষ এড়াতে পারেন না। ওই নোটিশে স্বাক্ষর করার আগে অধ্যক্ষের তা ভালোভাবে পড়া উচিত ছিল।’
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মুহাম্মদ বলেন, ‘কী বলব বলেন? আমি স্বাক্ষর করার আগে কম্পিউটার অপারেটরকে জিজ্ঞেস করেছিলাম বানান ঠিক আছে কিনা? সে হ্যাঁ বলায় আমিও র্যানডম সাইন করে দেই।’
মন্তব্য