-->
শিরোনাম

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানেই ওসমান পরিবার: বিদিশা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানেই ওসমান পরিবার: বিদিশা

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানে ওসমান পরিবার বলে মন্তব্য করেছেন বিদিশা এরশাদ। সোমবার নারায়ণগঞ্জে একটি ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বিদিশা এরশাদ বলেন, ‘নারায়ণগঞ্জ হুসাইন মুহাম্মদ এরশাদের অনেক স্মৃতিবিজড়িত এলাকা। আমার কাছে নারায়ণগঞ্জ মানেই নাসিম ওসমান।’

“জিএম কাদের জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান নন” জানিয়ে বিদিশা এরশাদ বলেন, ‘এখন জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান যিনি নিজেকে দাবি করছেন, তিনি না। তিনি রাতের অন্ধকারে অসুস্থ হুসাইন মুহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে, সাইন করিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। একটু অপেক্ষা করুন, কে বৈধ চেয়ারম্যান সেটি দেখতে পাবেন।’

বিদিশা আরো বলেন, ‘জাতীয় পার্টির একমাত্র দাবিদার হচ্ছে এরিক এরশাদ। এরশাদ পরিবার। এই পরিবারের ওপরে অনেক ঝড়-ঝাপ্টা, বিপদ গিয়েছে। একটি ছোট বাচ্চাকে তার চাচা কিভাবে একটি ঘরের মধ্যে আটকে রেখেছিলেন, তা সবাই দেখেছেন। তাকে ঠিকমতো খেতে দেয়নি। আমার সঙ্গে দেখাও করতে দেয়নি।’

শহরের মাসদাইর ঈদগাহ এলাকায় মেলা ফুড ভিলেজে জেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিলের ব্যানারে বিদিশা এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যানারে একদিকে হুসাইন মুহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের ছবি এবং অন্যপাশে ছিল বিদিশা এরশাদের ছবি।

সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী বাছেদ।

এর আগে বিকেল চারটার দিকে শহরের মাসদাইর বাজার এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বিদিশা এরশাদ।

মন্তব্য

Beta version