২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের পূর্ণ বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ শাখা। মঙ্গলবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
এই কর্মসূচি থেকে জোট নেতারা খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সর্বত্র দুর্নীতি-লুটপাট বন্ধেরও দাবি জানান।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিপিবি নেতা আব্দুল হাই শরীফসহ আরো অনেকে।
জোট নেতারা বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের জীবন দিশেহারা। করোনাকালে মানুষ চাকরি হারিয়েছে, আয় কমেছে। মানুষ খাবার কমিয়ে দিয়েছে। লুটপাটকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’
তারা আরো বলেন, ‘দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভালো খাবার ও কিছু জামা কাপড় কেনার। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এসময়ে নিত্যপণ্যের দাম ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে ঈদ নিয়ে হতাশা বিরাজ করছে।’
নেতারা বলেন, ‘ঈদ আসলে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বকশিস দেয়। অনেকে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে সমাজের চাকা চলে, দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না।’
তারা আরো বলেন, ‘এপ্রিল শেষ হয়ে মে মাসের শুরুতে ঈদ হবে। ঈদের আগে শ্রমিকের এপ্রিলের বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহূর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় প্রয়োজন মতো কেনাকাটা করতে পারে না। দেশের মূল্যবৃদ্ধির এই ভয়াবহ সংকটকালে শ্রমিকরা যাতে অন্তত ঈদ পালন করতে পারে তাই ২৫ এপ্রিলের মধ্যে মধ্যে শ্রমিকের পূর্ণ বোনাস ও এপ্রিল মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।’
মন্তব্য