কুমিল্লা নগরীতে প্রাইস ট্যাগ পরিবর্তন করে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে বাটার শোরুম, এপেক্সের ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কান্দিরপাড় ও মনোহরপুর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
আছাদুল ইসলাম জানান, আসন্ন ঈদকে সামনে রেখে কান্দিরপাড় ও মনোহরপুর এলাকার শপিংমলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একই পণ্যে আগের প্রাইস ট্যাগের স্থলে নতুন করে প্রাইস ট্যাগ লাগিয়ে বেশি দামে জুতা বিক্রি করায় বাটার কুমিল্লা কান্দিরপাড় শোরুমকে ২০ হাজার টাকা, একই অভিযোগে এপেক্সের ডিলার মনোহরপুরের তাহিরা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মনোহরপুর এলাকার কমলা গার্মেন্টসকে একই কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। পাশাপাশি আমাদের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত আছে।’
মন্তব্য