-->
শিরোনাম

৩ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে নৌ চলাচল

মাদারীপুর প্রতিনিধি
৩ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে নৌ চলাচল
বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে নৌ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঝড়ের কারণে যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে বাধ্য হয়ে ফেরিতে পারাপার হয়।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে।

বিআইডব্লিউটিএ‘র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ভোর থেকে বাতাস ও বৃষ্টির প্রভাবে নৌ দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯ টার দিকে পুনরায় নৌ চলাচল শুরু হয় ।

মন্তব্য

Beta version