-->

রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

রাজশাহীতে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে বুধবার (২০ এপ্রিল) ভোরে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে স্বস্তি ফিরেছে এখানকার জনজীবনে। এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজশাহীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে বুধবার ভোর ৪টা ৪৩ মিনিটে বৃষ্টি শুরু হয়। যা ৫টা ৮ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ের মধ্যে ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ১০টায় সর্বোচ্চ ২৪.৫, আর সর্বনিম্ন ২০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৭৮ ভাগ।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আগামী কয়েকদিন এই আবহাওয়া স্থায়ী হতে পারে। এতে করে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এর আগে গত ৪ এপ্রিল রাজশাহীতে মাত্র ০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। টানা বৃষ্টিপাত না হওয়া, আর তাপপ্রবাহ বয়ে চলায় ১৫ এপ্রিল রাজশাহীতে ৭ বছরের সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে চরম অস্বস্তিতে পড়েছিল মানুষ।

মন্তব্য

Beta version