-->
শিরোনাম

সীমান্তে ১ কেজি ৭৪০ গ্রাম স্বর্ণের বার জব্দ

বেনাপোল (যশোর)
সীমান্তে ১ কেজি ৭৪০ গ্রাম স্বর্ণের বার জব্দ
ছবি সংগৃহীত

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক কেজি ৭৪০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ওই সময় মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) ভোরে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত মনিরুল ইসলাম বেনাপোল পুটখালি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

দুপুরে এক প্রেস-বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে এক কেজি ৭৪০ গ্রামের ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, আটককৃত মনিরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য

Beta version